‘সৃজনের সম্মিলনে করি অমৃত মন্থন’ এই স্লোগানকে ধারণ করে স্থানীয় এবং দেশবরেণ্য কবি-লেখক-সাহিত্যিকদের মিলনমেলায় চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো চাঁদপুর সাহিত্য সম্মেলন-২০২৫। শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের সপ্তম বর্ষে পর্দাপণ উপলক্ষে গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টায় চাঁদপুর শহরের জোড় পুকুরপাড়স্থ সাহিত্য একাডেমি মিলনায়তনে বরেণ্য শব্দশিল্পীদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁদপুরের জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন।
এবারের সাহিত্য সম্মেলনে দেশবরেণ্য ৭ জন লেখককে তাদের সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার দেয়া হয়। এর মধ্যে কবিতা, কথাসাহিত্য এবং প্রবন্ধ ও গবেষণায় ২০২৩ সালের জন্য চারজন এবং ২০২৪ সালের জন্য তিনজনকে এই পুরস্কার দেয়া হয়।
২০২৩ সালের জন্য পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য চারজন গুণী লেখক হলেন- প্রবন্ধ ও গবেষণায় সুমন কুমার দাশ, কথাসাহিত্যে রুমা মোদক, কবিতায় মাহমুদ কামাল ও জুনান নাশিত।
২০২৪ সালের জন্য পুরস্কারপ্রাপ্ত তিন লেখক হলেন- কবিতায় শাহ বুলবুল, কথাসাহিত্যে নাহিদা নাহিদ, প্রবন্ধ ও গবেষণায় শামস আলদীন।
সম্মেলনে সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন স্মারক প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক ও গবেষক ড. সরকার আব্দুল মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, শিশুসাহিত্যিক আহমেদ রিয়াজ।
প্রধান অতিথির বক্তব্য চাঁদপুরের জেলা প্রশাসক মোহসীন উদ্দিন বলেন, চাঁদপুর হচ্ছে শিল্প সাহিত্যের উর্বর ভূমি। অন্যান্য জেলার তুলনায় এই জেলার সাহিত্যের কার্যক্রম অনেক বেশি হয়ে থাকে। সাহিত্য মঞ্চের এই সম্মেলনটি একটি পরিপাটি আয়োজন। শিল্পসাহিত্যের প্রসারে এরকম আয়োজন সারাদেশে ছড়িয়ে পড়া দরকার।
তিনি ‘সাহিত্য মঞ্চ’ প্রবর্তিত মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখকদের অভিনন্দিত করেন এবং এ জেলার সাহিত্যের প্রয়াসে সবরকম সহায়তা করার আশ্বাস দেন। এর পাশাপাশি তিনি দ্রুত সাহিত্য একাডেমির কমিটি গঠনসহ সাহিত্য কার্যক্রম সচল করার আশা ব্যক্ত করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh