কক্সবাজারে ১২ ছিনতাইকারী গ্রেপ্তার

কক্সবাজার শহর থেকে ১২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে  পুলিশ। আজ শনিবার (২৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

তিনি জানান, গত ২৩ জানুয়ারি সন্ধ্যার দিকে কক্সবাজার সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে শহরের বিভিন্ন জায়গা থেকে একাধিক ছিনতাইকাজে জড়িত ১২ পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের টেকপাড়ার আজাদুর রহমান (২২), পাহাড়তলী ইসলামপুরের মো. ইসমাইল (২০), কালুরদোকান ইসুলের ঘোনার ইমরান সরোয়ার ইমন (২১), টেকপাড়া বার্মিজ মার্কেটের মো. ইরফান ফারদিন (২০), মহেশখালীর কুতুবজুম খন্দকার পাড়ার সিহাব উদ্দিন প্রকাশ খোকন (২৯), শহরের সমিতিপাড়ার মো. সোহেল (২৮), বৌদ্ধ মন্দির এলাকার সুমন কান্তি দাশ (২৫), নতুন বাহারছড়ার মো. হান্নান (১৯), পিটি স্কুল সমিতি বাজার, পল্লান কাটার সাইফুল ইসলাম (২৪), পিটি স্কুল রুমালিয়ারছড়ার মো. শাহীন প্রকাশ বুলেট (২২), বাহারছড়ার হাসান মাহমুদ সাগর (২৬) ও টেকপাড়া চৌমুহনী এলাকার মিজবাউল হক মুন্না (২২)।

পুলিশ সুপার জানান, জেলার সকল ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারসহ  ছিনতাইকারীদের গ্রেপ্তার করার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ। তারই প্রেক্ষিতে শহরের নতুন জেল গেইট সংলগ্ন চুইজাল রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর ছিনতাইকারীরা পূর্ব পরিকল্পিতভাবে একাধিক মোটর সাইকেল যোগে এসে ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমের সিএনজি গতিরোধ করে হত্যার ভয়ভীতি প্রদর্শন পূর্বক আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে ভিকটিমের হাতে থাকা ছোট হ্যান্ড ব্যাগ জোর পূর্বক ছিনিয়ে নেয়। ব্যাগে নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা, একটি ৫৫ হাজার টাকা দামের ডায়মন্ড রিং, ১টি ৩০ হাজার টাকা দামের ভিবো মোবাইল ফোন এবং অন্যান্য ডকুমেন্ট জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশকে সংবাদ প্রদান করলে তাৎক্ষণিক তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং স্থানীয় লোকজনদের সহায়তায় ১২জন পেশাদার ছিনতাইকারী ও কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এসপি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh