জামালপুরের সরিষাবাড়ীতে মাথায় গাছ পড়ে আব্দুল মজিদ (৫৫) নামে কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ তারাকান্দি গ্রামের মৃত লেফাসু মণ্ডলের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আব্দুল মজিদ গাছের ব্যবসা করতেন এবং নিজেই গাছ কাঁটার কাজ করতেন। সকালে তিনি লোকজন নিয়ে গেন্দারপাড়া আনু মণ্ডলের বাড়িতে কদম গাছ কাটতে যান। এ সময় একটি ডাল তার মাথায় পড়লে ঘটনাস্থলে মারা যান।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া যায়নি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : জামালপুর সরিষাবাড়ী ব্যবসায়ীর মৃত্যু
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh