জেলা বিএনপির সম্মেলন নিয়ে আবারো উত্তেজনা দেখা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। গত এক মাসে দুইবার তারিখ পরিবর্তনের পর আগামী ১ ফেব্রুয়ারি সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে এই তারিখেও সম্মেলন নিয়ে সংকট দূর হয়নি। জেলা বিএনপির একটি বড় অংশের সম্মেলনের বিরুদ্ধে অবস্থান রয়েছে। স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সম্মেলন করতে না দেয়ার ঘোষণা দিয়েছে জেলা বিএনপির এই অংশটি।
গতকাল রবিবার (২৬ জানুয়ারি) রাতে শহরে মশাল মিছিল করেছেন বিএনপির ওই অংশের নেতাকর্মীরা। শহরের শিমরাইলকান্দি পাওয়ার হাউজ রোড থেকে বের হয়ে লোকনাথ দীঘির পাড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম সারোয়ার ভূইয়া খোকনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোমিনুল হক, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজম, জেলা যুবদল আহ্বায়ক শামীম মোল্লা প্রমুখ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বিএনপির সম্মেলন ব্রাহ্মণবাড়িয়া মশাল মিছিল
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh