নীলফামারীর ডোমারে ব্লু-স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয়বারের মতো পিঠা উৎসব হয়েছে। এ উৎসবে শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি করা বিভিন্ন ধরনের পিঠা নিয়ে ১৬টি স্টলে অংশগ্রহণ করে। গতকাল রবিবার (২৬ জানুয়ারি) বিকালে স্কুল প্রাঙ্গণে এ উৎসব হয়।
ব্লু-স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ একেএম মাহবুব আলমের সভাপতিত্বে এ পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক আবু হাতেম ও আব্দুল মান্নান।
শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণিপেশার মানুষ এ উৎসব ঘুরে দেখেন। এসময় তারা শিক্ষার্থীদের এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং পিঠার স্বাদ গ্রহণ করেন।
পিঠা উৎসব উপলক্ষে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের আগমনে স্কুল প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। নেচে-গেয়ে, আনন্দে সবাই দিনটি পার করেন। শিশুদের আবৃতি, গান, নৃত্য ও চিত্রাঙ্কন পিঠা উৎসবে আসা অতিথিদের মুগ্ধ করে।
শিক্ষার্থী জানায়, পিঠা উৎসবে তারা নিজ হাতেই পিঠা তৈরি করেছে। এর আনন্দই অন্যরকম।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh