ডোমারে স্কুলে পিঠা উৎসব

নীলফামারীর ডোমারে ব্লু-স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয়বারের মতো পিঠা উৎসব হয়েছে। এ উৎসবে শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি করা বিভিন্ন ধরনের পিঠা নিয়ে ১৬টি স্টলে অংশগ্রহণ করে। গতকাল রবিবার (২৬ জানুয়ারি) বিকালে স্কুল প্রাঙ্গণে এ উৎসব হয়।

ব্লু-স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ একেএম মাহবুব আলমের সভাপতিত্বে এ পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক আবু হাতেম ও আব্দুল মান্নান।

শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণিপেশার মানুষ এ উৎসব ঘুরে দেখেন। এসময় তারা শিক্ষার্থীদের এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং পিঠার স্বাদ গ্রহণ করেন। 

পিঠা উৎসব উপলক্ষে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের আগমনে স্কুল প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। নেচে-গেয়ে, আনন্দে সবাই দিনটি পার করেন। শিশুদের আবৃতি, গান, নৃত্য ও চিত্রাঙ্কন পিঠা উৎসবে আসা অতিথিদের মুগ্ধ করে।

শিক্ষার্থী জানায়, পিঠা উৎসবে তারা নিজ হাতেই পিঠা তৈরি করেছে। এর আনন্দই অন্যরকম।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh