Logo
×

Follow Us

জেলার খবর

জামায়াত কর্মী হত্যা মামলায় ঝিনাইদহ আ.লীগ সম্পাদক শ্যোন অ্যারেস্ট

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৫:১১

জামায়াত কর্মী হত্যা মামলায় ঝিনাইদহ আ.লীগ সম্পাদক শ্যোন অ্যারেস্ট

আদালতে ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

জামায়াতে ইসলামীর কর্মী তারেক হাসান ওরফে সজীব হত্যায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আরো একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ওই মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

সকাল সোয়া ৮টার দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মিন্টুকে আদালতে আনা হয়। পরে সকাল পৌণে ৯টার দিকে ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট আমলি আদালতে নেওয়া হয় তাকে। এ সময় সিআইডির পরিদর্শক কামাল হোসেন জামায়াত কর্মী তারেক হাসান ওরফে সজীব হত্যায় মিন্টুকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন জানান। আদালত তা মঞ্জুর করে। এ সময় মিন্টুর আইনজীবী জামিনের আবেদন জানান। সংক্ষিপ্ত শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযম তা না মুঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৩ জানুয়ারি জামায়াত কর্মী তারেক হাসান ওরফে সজীবকে জেলা শহরের আলহেরা স্কুলের কাছ থেকে সাদা পোশাকে অপহরণ করে পুলিশ। একই বছরের ২৫ জানুয়ারি সকালে স্থানীয় বাইপাস সড়ক সংলগ্ন ভুটিয়ার গাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় ২০২৪ সালের ৬ অক্টোবর নিহতের মা মাহফুজা খাতুন আদালতে একটি হত্যা মামলা করেন। অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ঝিনাইদহকে মামলাটি তদন্ত করার জন্য আদেশ দেয় আদালত।

মামলায় প্রধান আসামি করা হয়েছে ঝিনাইদহের তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার বর্তমানে পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সে সময়কার এএসপি গোপিনাথ কানজিলাল, সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ, ডিবির এসআই এজাজ, সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী সমিসহ ১০ জনকে। সাইদুল করিম মিন্টুকে এ মামলায় ৭ নম্বর আসামি করা হয়।

প্রসঙ্গত, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সাইদুল করিম মিন্টুকে গত বছরের ১১ জুন রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। ৩ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে ঝিনাইদহ জেলা কারাগারে আনা হয়। সেই থেকে তিনি এই কারাগারেই আছেন।

এদিকে আগস্ট বিপ্লবের পরে মিন্টুর বিরুদ্ধে নতুন করে ৬টি হত্যা মামলা করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫