নাটোরের নলডাঙ্গায় যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১২টা দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম।
এ সময় ইউএনও মো. রেদুয়ানুল হালিম বলেন, যুগে যুগে এদেশের যুব-সমাজ দেশের সংকট মুক্তির পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে। যুবরাই জাতির শক্তি ও মনোবলের প্রতীক। যদি তারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে দূরে থেকে এগিয়ে আসে, তবে বাংলাদেশ একটি কল্যাণমুখী রাষ্ট্রে রূপান্তরিত হবে।
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌরসভার পৌর প্রশাসক মো. আশিকুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের স্টাফ সবুজ ,উদ্যোক্তা মোসা. জেসমিনা মো. রাসেল, রহিম খাতুন, মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ।
এ উৎসবের মাধ্যমে স্থানীয় যুব সমাজ তাদের শক্তি ও উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh