পঞ্চগড় জেলা ছাত্রদলের দুই নেতাকে শোকজ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পঞ্চগড় জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জাহেদুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

গতকাল সোমবার (২৭ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি চিঠিতে এ নির্দেশনা প্রদান করা হয়। এতে আগামী ২৮ জানুয়ারি সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের কাছে লিখিত ও মৌখিক ব্যাখা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, সম্প্রতি পঞ্চগড় জেলা ছাত্রদলের একটি সভায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনায় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দায়িত্বশীল দুই নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জাহেদুল ইসলাম রাসেল অভিযোগ করে বলেন, আমাদের মধ্যে নওশাদ ভাইয়ের অনুসারীদের টার্গেট করা হচ্ছে। সভায় কোনো অপরাধ না করেও আমাকে মারধর করা হয়েছে। এখন আমাকে ঢাকায় ডেকে ব্যাখা দিতে বলা হয়েছে।

অন্যদিকে, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান জানান, ২৩ জানুয়ারির ওই সভায় কিছু অননুমোদিত ব্যক্তি প্রবেশের চেষ্টা করায় বিশৃঙ্খলা হয়। কয়েকজন হাসপাতালে ভর্তি হন। সিনিয়র সহসভাপতি বহিষ্কৃতদের সঙ্গে চলাফেরা করেন এবং কমিটি ভেঙে সভাপতি হওয়ার লোভে এমন পরিস্থিতি তৈরি করেছেন বলে ধারণা করছি।”

দুই নেতার শোকজ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh