Logo
×

Follow Us

জেলার খবর

বেনাপোল থেকে ট্রেন চলাচল বন্ধ: চরম দুর্ভোগে যাত্রীরা

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৭:৫২

বেনাপোল থেকে ট্রেন চলাচল বন্ধ: চরম দুর্ভোগে যাত্রীরা

রেলওয়ে রানিং স্টাফদের পার্ট অব পে রানিং অ্যালাউন্স (মাইলেজ) যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় সারাদেশের মতো বেনাপোল থেকে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কোন ট্রেন ছেড়ে যায়নি। এতে স্টেশনে আসা পাসপোর্ট ও লোকাল যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।  

সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি শুরু হয়। 

সকালে বেনাপোল রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, প্লাটফর্মে যাত্রীবাহী ট্রেনের বগি দাঁড় করানো থাকলেও তাতে ইঞ্জিন ছিল না। প্লাটফর্ম অনেকটা যাত্রীশুন্য। স্টেশনে কর্মরত রানিং স্টাফ টিটিই, গার্ড ও ট্রেন চালক কারো দেখা মেলেনি। বিভিন্ন স্থানে যাওয়ার জন্য শত শত যাত্রী স্টেশনে এসে ফিরে গেছেন। বিশেষ করে ভারত ফেরত যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। অনেকে বিকল্প পথে গন্তব্যে চলে যাচ্ছেন। যেসব যাত্রী ট্রেনের টিকিট অগ্রীম কেটেছেন তাদের টিকিটের টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে।

ঢাকা যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে আসা মাসুম হোসেন নামে এক যাত্রী বলেন, ব্যবসার কাজে ঢাকা যাবো বলে এসেছিলাম। কিন্তু ট্রেন চলাচল বন্ধ, এ কারণে বাসে করে যেতে হবে। ট্রেনে যেতে পারলে খুব দ্রুত যাওয়া যেত। কাজ শেষ করে বাসে আসতে অনেক ভোগান্তি হবে।

খুলনায় যাওয়ার উদ্দেশ্যে অপর যাত্রী আলিম হোসেন জানান, খুলনায় ডাক্তার দেখানোর জন্য ট্রেনে যেতে এসেছিলাম। ট্রেন বন্ধ থাকায় যাওয়া হলো না। ট্রেন চললে তখন যাবো।

বেনাপোল রেলওয়ে  স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, রানিং স্টাফদের কর্মবিরতির কারণে বেনাপোল স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। বাইরে থেকে কোনো ট্রেন আসেনি। সকালে কয়েকজন যাত্রী স্টেশনে আসলেও ট্রেন চলাচল বন্ধ থাকায় বুকিং অফিসে টাকা ফেরত নিয়ে চলে যান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫