আমরা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি: দুদু

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‍গত ১৫ বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মী মামলা-হামলা, হত্যা, গুম, নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন।

তিনি বলেন, একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি আমরা। বিএনপিকে জনগণের সত্যিকারের দল হিসেবে শহিদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমানের আদর্শে গড়ে তোলার সময় এসেছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। 

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম মিলনায়তনে গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিএনপির রংপুর বিভাগীয় টিমের নির্দেশে গাইবান্ধা জেলা বিএনপি এই সাংগঠনিক সভার আয়োজন করে।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদসহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, যত তাড়াতাড়ি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা হবে তাতে বাংলাদেশের মঙ্গল হবে। তিনি বর্তমান সরকারের প্রতি দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান। 

এ সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক নেতা উপস্থিত ছিলেন। তারা দলকে সুসংগঠিত করতে বিরাজমান বিভিন্ন অসংগতি দুর করার আহবান জানান। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh