নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সদস্য একেএম নজরুল ইসলাম ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত পৌনে নয়টার দিকে দিকে জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নজরুল ইসলাম ফকির নেত্রকোণা সদর উপজেলার মদনপুর এলাকার বাসিন্দা।
তিনি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৭ আগস্ট থেকে এ পর্যন্ত নেত্রকোণার ১০টি থানায় আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে অন্তত ৫১টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় পাঁচ হাজার। এর মধ্যে গত ১ সেপ্টেম্বর শহরের কাটলি এলাকার বাসিন্দা বিএনপিকর্মী মো. আল আমিন বাদী হয়ে নাশকতার অভিযোগ এনে একটি মামলা করেন। ওই মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন, নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর-বারহাট্টা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, জেলা আওয়ামী লীগের সদস্য একেএম নজরুল ইসলাম ফকিরসহ ৫৪ জনকে আসামি করা হয়।
এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, ‘একেএম নজরুল ইসলাম ফকিরের নামে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। নেত্রকোণা মডেল থানার ১ সেপ্টেম্বরে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh