নাটোরে বিএডিসির প্রকৌশলীদের বিরুদ্ধে মামলা

নাটোরে সেচপাম্প স্থাপন নিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও সহকারী প্রকৌশলী জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে আদালতে মামলা করেন জেলার বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামের রওশন আলী।

মামলার শুনানি শেষে বিচারক তৌহিদুর রহমান সুমন তদন্ত করে প্রতিবেদন দিতে ডিবির ওসিকে নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. আয়নাল হক।

বাদীর অভিযোগ, তার কৃষি খামারের সেচের জন্য সরকারি সেচ প্রকল্পের পম্পের জন্য আবেদন করেন। এ জন্য তিনি কয়েক দফায় নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীকে দাবি অনুযায়ী তিন লাখ ৭০ হাজার টাকা দেন। এর পরও দিনের পর দিন ঘুরিয়ে তার প্রকল্পে সেচপাম্প না বসিয়ে ঘুষ গ্রহণের মাধ্যমে অন্য মৌজায় সেচপাম্প স্থাপন করেন এবং শুভ নামে একজনকে ম্যানেজার নিয়োগ করেন। যার সেখানে কোনো জমি নেই।

মামলার বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, মামলা হয়েছে শুনেছি। অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ওই কৃষককে আমি চিনি না। এ ধরনের কোনো কিছু হয়নি। তদন্তে সব কিছু পরিষ্কার হয়ে যাবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh