নওগাঁর বদলগাছীতে সরকারি ঘর পাইয়ে দেয়ার কথা বলে এক অসহায় ব্যক্তির নিকট থেকে ২৫ হাজার টাকা নেয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক ও এক কথিত বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী তসলিম উদ্দিন উপজেলার কোলা ইউপির কেশাইল গ্রামের মৃত নিলচাঁদের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কোলা ইউনিয়নের কেশাইল গ্রামের ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সফিউল ইসলাম সাবু ও বিএনপি নেতা সুহেল রানা নিজেকে বিএনপির বড় নেতা পরিচয় দিয়ে বলেন- ‘তার হাতে বিএনপির অনেক বড় বড় নেতা রয়েছেন।’ এমন লোভ দিয়ে গুচ্ছ গ্রামে সরকারি ঘরবাড়ি পাইয়ে দেবেন বলে ভুক্তভোগীর কাছ থেকে ২৫ হাজার টাকা নেন। কিন্তু ৩ মাস পার হলেও এখনো সরকারি ঘর দিতে পারেননি। ভুক্তভোগী টাকা ফেরতের জন্য বললে বিভিন্ন তালবাহানা শুরু করেন।
ভুক্তভোগী তসলিম উদ্দিন ও তার স্ত্রী বলেন, ‘আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, বেড়ার বাড়িতে দিনযাপন করি। গত ৩ মাস আগে একদিন রাস্তায় দেখা হয় সুহেল এবং সাবুর সঙ্গে। একপর্যায়ে আমাকে একটি সরকারি ঘর দেয়া কথা বলেন। ঘরের জন্য ৩৫ হাজার দেয়া লাগবে বলেন। আমি বাড়িতে এসে পরিবারের সঙ্গে এ নিয়ে আলোচনা করি। পরে ধারদেনা করে সুহেলকে ২৫ হাজার টাকা দিয়েছি। কিন্তু ৩ মাস পার হলেও এখনো তারা ঘর দিতে পারেননি।’
এ বিষয়ে অভিযুক্ত কৃষকদল নেতা সফিউল ইসলাম ও সুহেল রানা জানান, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা এ বিষয়ে কিছুই জানি না। ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানো হচ্ছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জাহান আলী জানান, আমি একটি মামলার সাক্ষী দিতে থানার বাইরে ছিলাম। অভিযোগের বিষয়টি বলতে পারব না। তবে অভিযোগ করলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নওগাঁ বদলগাছী সরকারি ঘর টাকা নেয়ার অভিযোগ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh