কক্সবাজারের উখিয়া থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় র্যাব-১৫ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল উপজেলা টিভি টাওয়ার এলাকায় এই অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর মৃত ঠান্ডা মিয়ার ছেলে আক্তার হোসেন (২৬) ও ক্যাম্প নং-২/ইষ্ট, ব্লক-সি এর মৃত গনু মিয়ার ছেলে মো. আব্দুর রহিম (৬৫)
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, কয়েকজন মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার খবর পেয়ে র্যাবের মাদক অভিযান ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দুইজনকে থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh