হুমকি দিয়ে দুই বিঘা জমির ভুট্টা ক্ষেত নষ্টের অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি সংক্রান্ত বিবাদের জেরে এক বর্গা চাষীর দুই বিঘা জমির ভুট্টা ক্ষেত নষ্ট করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার দেবীডুবা ইউনিয়নের বিজিডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। 

আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে বিষয়টি জানাজানি হয়। ভুক্তভুগী জাফর আলী একই এলাকার মৃত আসকর আলীর ছেলে।

জাফর আলী ইউনিয়নের লক্ষীরহাট এলাকার মোক্তার আলী নামে এক ব্যক্তির নিকট থেকে জমিটি বর্গা নেন। বছরে ২০ হাজার টাকা চুক্তিতে জমিতে আবাদ করেন। দীর্ঘ ১০-১২ বছর যাবৎ তিনি বর্গা চাষ করছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময়ে জাফর আলীর ভুট্টা ক্ষেতে মই দেয় প্রতিপক্ষরা। এতে দুই মাস বয়সী ভুট্টার চারাগুলো ভেঙে যায়।

ক্ষেতের পাশেই বাসা হায়দর আলী ও কামাল হোসেনের সাথে কথা হয় প্রতিবেদকের। তারা জানান, গতকাল জোহরের আযানের পর একই এলাকার হোসেন আলীর ছেলে মোস্তফা ঘটনাস্থল থেকে পাশে মসজিদের সামনে আসলে দেখা হয় তাদের সাথে। এ সময় মোস্তফা তাদের বলেন, জমিটি দখল দিয়ে এখানে বাড়ি করব। সেনাবাহিনীকেও অভিযোগ দিয়েছি।

পরে হায়দর ও কামাল তাকে বলেন, যেহেতু অভিযোগ দেওয়া আছে। সবাই বসে জমির কাগজপত্র দেখে যদি জমি পান তাহলে নিবেন।

ভুক্তভুগী জাফর আলী বলেন, দুই মাস আগে রোপণ করা হয়েছিল ভুট্টা। এই দুই মাসে ভুট্টা ক্ষেতে অন্তত ৬০ হাজার টাকা খরচ হয়েছে। আর দুই মাসের মধ্যে ভুট্টা বিক্রির উপযোগী হলে দেড় থেকে দুই লাখ টাকায় বিক্রি হতো। গতকাল দিনেও ক্ষেত ঠিক ছিল। আজ সকালে সব শেষ।

জাফর আলী বলেন, গত ২-৩ বছর আগে একবার জমি সংক্রান্ত সমস্যা হয়। তখন উভয় পক্ষ বসে মিটমাট করে নেয়। এবার যে মোস্তফা এই কাজ করবে আগে জানলে আমি জমি বর্গা নিতাম না। আমার বড় ক্ষতি করে ফেলছে মোস্তফা। তাদের জমির বিরোধে আমার সর্বনাশ হলো।

ঘটনাস্থলের আশপাশে এই ঘটনায় অভিযুক্ত মোস্তফাকে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দেবীডুবা ইউপি চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় প্রধান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জাফরকে থানায় মামলা করার পরামর্শ দিয়েছি। ধারদেনা করে জমি বর্গা নিয়ে তিনি চাষ করেন। তার জন্য বড় ক্ষতি হয়ে গেছে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা বলেন, এখনো কেউ অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh