ঠাকুরগাঁওয়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষক বাদল হত্যাকাণ্ডে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২৯ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের সিনিয়র দায়রা জজ মো. আবুল মনসুর মিঞা এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন - মো. আফসার আলী (পলাতক), মো.মিজানুর রহমান (হাজতি),  সুমন (পলাতক) ও সাগর (পলাতক)। 

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ১১ জুলাই পীরগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে কৃষক বাদলকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার আগের দিন রাতে বাদল স্থানীয় রাজেনের বাড়িতে অন্নপ্রাশন অনুষ্ঠানে দাওয়াত খেতে যান। সেখান থেকে ফেরার পথেই তাকে হত্যা করা হয়।

এই ঘটনায় বাদলের ভাই মো. বাবুল হোসেন বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ৪ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

বাদলের ভাই বাবুল হোসেন বলেন, এই হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। অবশেষে রায় ঘোষণা হওয়ায় সন্তুষ্ট আমরা। তবে, পলাতক আসামিদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করাটাই আমাদের দাবি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh