গাইবান্ধায় জমি নিয়ে মারামারি, নিহত ১

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে মারামারিতে আহত রুহুল আমিন (৪৩) নামে একজন মারা গেছেন। গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলার ফুলছড়ি উপজেলার কাতলামারি এলাকায় ওই মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার অপর দুই ভাই। 

এদিকে ওই মারামারির ঘটনায় হওয়া মামলায় প্রতিপক্ষের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নিহতের পরিবার সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

নিহত রুহুল আমিন এবং আহত জাকির ও রতন কাতলামারি এলাকার বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর পরিবারের সঙ্গে অনেক দিন থেকেই ওই এলাকার মধু ব্যাপারীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। যা নিয়ে এখনও আদালতে মামলা চলছে। এর মধ্যে মঙ্গলবার সকালে মধু ব্যাপারীর ছেলেরা জমিতে সেচ দেয়ার জন্য পুকুরে শ্যালো মেশিন বসান। এতে বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর ছেলে জাকির হোসেন, রুহুল আমিন ও রতন মিয়া বাধা দিলে প্রথমে উভয়েরর মধ্যে কথা কাটাকাটি হয়।  এক পর্যায়ে মধু ব্যাপারীর পক্ষের প্রায় ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র দিয়ে আনসার আলীর তিন ছেলেকে পিটিয়ে গুরুত আহত করেন। পরে তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য তিনজনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে রুহুল আমিনকে নেয়া হয় রংপুর সিএমএইচে। সেখানে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. আজিজুর রহমান বলেন, মঙ্গলবার (২৮ জানুয়ারি) মারামারির ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আনসার আলী বাদী হয়ে একটি মামলা করেছেন। এ মামলায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh