কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়ার মিরপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলেই নারীসহ দুজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের রানাখড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন আরো তিনজন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জয়দেব কুমার সরকার জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি সিএনজি কুষ্টিয়া থেকে ভেড়ামারা অভিমুখে রওনা হয়। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখড়িয়া- ঘোড়ামারা নামক স্থানে পৌঁছলে, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পাথরবোঝাই ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশাটির দুমড়ে-মুচড়ে দেয়। 

এতে সিএনজির যাত্রী তানিয়া খাতুন ও অপর এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর তিনজনকে কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত অপর এক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

কুষ্টিয়া-হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, রানাখরিয়া নামক স্থানে ট্রাক-সিএনজির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh