Logo
×

Follow Us

জেলার খবর

মহেশপুর সীমান্তে ভারতের মদ জব্দ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২০

মহেশপুর সীমান্তে ভারতের মদ জব্দ

৫৮ বিজিবির সদস্য। ছবি- ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে রাতভর অভিযানে ভারতীয় মদ জব্দ করেছে ৫৮ বিজিবি। উপজেলার পলিয়ানপুর, কুসুমপুর সীমান্ত এলাকা থেকে ৮৫ বোতল মদ জব্দ করে।

মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রফিক জানান, পলিয়ানপুর বিওপির সীমান্ত পিলার-৫৯/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের মেহগনী বাগান থেকে আসামিবিহীন ৫৭ বোতল মদ জব্দ করা হয়।

অন্যদিকে, কুসুমপুর বিওপির সীমান্ত পিলার-৬১/১৬-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের মো. রফিকুল ইসলামের আম বাগানের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ২৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

তিনি আরো জানান, পলিয়ানপুর, বেনীপুর, শ্রীনাথপুর এবং বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে ১২ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়।

আটককৃত মাদাক ও ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫