ধামরাইয়ের বারবাড়িয়া ভোলানাথ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়।
এর আগে, সকাল থেকে কুচকাওয়াজ, মনোজ্ঞ ডিসপ্লের পর বিভিন্ন বিভাগের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্ট ফোরামের অন্যতম উপদেষ্টা মীর্জা মোহাম্মদ আলী রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ও ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা ফরিদা ইয়াসমিন, ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফ এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীনু রানি দাস, দাতা সদস্য ডা. অনন্ত দাস, বারবাড়িয়া সামাজিক উন্নয়ন সংঘের সভাপতি নুরুসসামাদ বুলবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক ও স্থানীয়রা।
প্রতিযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রায় সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিজয়ীদের হাতে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরষ্কার তুলে দেন অতিথিরা। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।
এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস কনফিডেন্স সোসাইটি। এছাড়া স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করে বারবাড়িয়া সামাজিক উন্নয়ন সংঘ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh