ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় গিয়াস উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিন সদর উপজেলার মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গিয়াস উদ্দিন রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ জানান, দুর্ঘটনার বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঠাকুরগাঁও সদর ট্রাকের ধাক্কা নিহত
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh