জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের চাচাতো ভাই।
গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গত রবিবার রাতে নাশকতা মামলায় ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে জামালপুর সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক হাসিনা সরকারের পতনের পর থেকেই পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তিনি যমুনা সার কারখানা নিয়ন্ত্রণ, টেন্ডারবাজি, পরিবহন চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছেন। ইউনিয়ন পরিষদের নামে বরাদ্দ এডিপি, এলজিএসপি, ইজিপিপি, টিআর, কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কোটি কোটি টাকা হাতিয়ে নেন। এছাড়া আধিপত্য বিস্তার নিয়ে তার নেতৃত্বে যমুন সার কারখানা এলাকায় সংঘাত ও রক্তপাত লেগেই ছিল। তার বিরুদ্ধে এ সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, নাশকতার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে চেয়ারম্যান মানিককে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh