নেত্রকোণার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় মজনু মিয়া (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক জালাল মিয়া নামে অপরজন গুরুতর আহত হন।
গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজনুর মৃত্যু হয়।
এর আগে ওই দিন (মঙ্গলবার) সকালে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের গোদারিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
নিহত মজনু মিয়া নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে। তিনি পেশায় মুদির দোকানদার ছিলেন। আর আহত জালাল মিয়া একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে চড়ে ঝানজাইল থেকে দুর্গাপুর শহরের দিকে আসছিলেন মজনু মিয়া ও জালাল মিয়া। পথে গোদারিয়া চৌরাস্তা এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় পাশে ছিটকে পড়েন। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মজনু মিয়ার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল মিয়া। তিনি জানান, জালাল মিয়া মোটরসাইকেল চালাচ্ছিলেন আর মজুন মিয়া পেছনে বসাছিলেন। রাস্তায় দুর্ঘটনা ঘটে, পরে ময়মনসিংহের হাসপাতালে মজনু মারা যান।
নেত্রকোণার দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নেত্রকোণা দুর্গাপুর সড়ক দুর্ঘটনা নিহত
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh