নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) পরিচালিত এক অভিযানে প্রায় ৬২ লাখ টাকার হেরোইন ও কোকেন জব্দ করা হয়েছে।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের দারোয়ানী টেক্সটাইল এলাকা সংলগ্ন ব্যাটালিয়ন সদর এর ১ নং গেইটের সামনে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫৬ বিজিবির একটি টহল দল বিসমিল্লাহ পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়। তল্লাশিকালে মালিকবিহীন অবস্থায় ৯৭০ গ্রাম হেরোইন এবং ৮৬০ গ্রাম কোকেন জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৬২ লাখ ৪০ হাজার টাকা।
ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি সবসময় শক্ত অবস্থান বজায় রেখেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নীলফামারী হেরোইন ও কোকেন জব্দ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh