কক্সবাজার শহরে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসা আশিকুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ধর্ষণসহ মোট ২৮টি মামলা রয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. জসীম উদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আশিকুল কক্সবাজার পৌরসভার মধ্যম বাহারছড়া এলাকার বাসিন্দা আব্দুল করিমের ছেলে।
পুলিশ জানিয়েছে, আশিকুলের বিরুদ্ধে অস্ত্র, মাদক, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি, মারামারিসহ মোট ২৮টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার জসীম জানিয়েছেন, আশিকুলের গ্রেপ্তারে পুলিশের একটি অভিযান সফল হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কক্সবাজার ২৮ মামলার আসামি গ্রেপ্তার
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh