‘উন্নতজাতের গবাদি পশু দিয়ে সহযোগিতা করতে চায় পাকিস্তান’

বাংলাদেশে সবধরনের উন্নতজাতের গবাদি পশু যেমন শাহিওয়াল গরু, ভেড়া ও ছাগল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় পাকিস্তান। এর সঙ্গে দুধ ও মাংস প্রক্রিয়াকরণে সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় পাকিস্তান । যদি বাংলাদেশ সরকার এসব ব্যাপারে আগ্রহী হয়, তবেই তা সম্ভব বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ। 

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার হরিহরা স্কুল মাঠে এক অনুষ্ঠানে এসব কথা বলেন । 

শৈলকূপা উপজেলা খামারিদের আয়োজিত সম্মেলনে তিনি আরো বলেন, পাকিস্তান ও বাংলাদেশের গবাদি পশু পালন প্রায় একই ধরনের। সেখানে পাকিস্তান দুগ্ধজাত পণ্য প্রক্রিয়া, মাংস উৎপাদন-প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে বিশ্ববাজারে যথেষ্ট সুনামের সঙ্গে কাজ করছে।

এ সম্মেলনে জুলাই-আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের পরিবারকে সহযোগিতা ও আহতদের পুর্নবাসনের জন্য আলাদা অধিদপ্তর করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে এ অধিদপ্তরটিতে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন- তাদের সহযোগিতা করা হবে।

উপদেষ্টা বলেন, বিল বাওড় প্রকৃত মৎস্যজীবীদের কাছে ইজারা দিতে হবে। অমৎস্যজীবীদের হাতে বাওড়ের ইজারা দেওয়া যাবে না। এ বিষয়ে তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান। 

এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বিশেষ অতিথি ছিলেন- অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। 

খামারি সমাবেশটি অনুষ্ঠিত হয় তরিকুল ইসলাম তুরকির সভাপতিত্বে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh