পুঠিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২০ পিএম
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৯ পিএম
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছে একদল মানুষ।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে একদল মানুষ শাহরিয়ার আলমের চারতলা ভবনটিতে আগুন দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বাঘা উপজেলা সদর ও চারঘাটের দিক থেকে শতাধিক মোটরসাইকেলে একদল মানুষ বাড়িটির সামনে জড়ো হয়। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
তবে এ সময় বাড়িতে কোনো মানুষ ছিল না। গত ৫ আগস্টের পর থেকে তালাবন্ধ ছিল বাড়িটি। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ‘আগুন দেওয়ার পর একদল মানুষ বাড়ি ঘিরে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশের নিরাপত্তায় ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের গাড়ি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh