চুয়াডাঙ্গায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৬

তানিম হাসান তারেক। ছবি- চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেককে (৩৬) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা শহরের কবরী রোডে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। গ্রেপ্তার তারেক চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেরপাড়ার আব্দুল ওহাবের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট সকাল ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একত্মতা ঘোষণা করে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। এসময় তারা জেলা শহরের কোর্ট মোড়ে বাংলা মেডিকেলের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল। সেসময় তারেকসহ অন্যানরা শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালায়। হামলায় ছাত্র-ছাত্রীরা গুরুতর জখম হয়। আহত ছাত্র-ছাত্রীরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তারেক আত্মগোপনে চলে যান। পরিস্থিতি স্বাভাবিক হলে গত ১৯ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় এ হামলার ঘটনায় তারেকসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই মামলায় তারেককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের অদূরে তারেক গোপনে ঘোরাফেরা করছিলেন। এ সময় ওই এলাকার স্থানীয় কয়েকজন যুবক তাকে ধাওয়া করে আটক করে। ওই সময় তাকে চড়-থাপ্পড়ও মারা হয়। পরে খবর দেয়া হয় চুয়াডাঙ্গা সদর থানায়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা তারেককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে আসে। তার নামে আরও কি কি মামলা আছে তা খতিয়ে দেখা হচ্ছে।