নাশকতার অভিযোগে করা মামলায় সাংবাদিক সিরাজী গ্রেপ্তার

নাশকতার অভিযোগে করা মামলায় নেত্রকোণার কলমাকান্দায় ইসমাঈল হোসেন সিরাজী নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা সদরের পশ্চিমবাজার এলাকার নিজ বাসা থেকে সাংবাদিক ইসমাঈল হোসেন সিরাজীকে থানা পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ইসমাঈল হোসেন সিরাজী দৈনিক সকালের সময় পত্রিকার কলমাকান্দা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়া তিনি কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৪ জানুয়ারি বিকেলে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুরা বাজারে একটি ফার্নিচারের দোকানের সামনের সড়কে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিছিলের অভিযোগ ওঠে। এ সময় মিছিলকারীরা নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এতে ব্যবসায়ীসহ জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার দুদিন পর ৬ জানুয়ারি লেংগুরা বাজারের মো. আবদুল হাকিম হাওলাদার বাদী হয়ে কলমাকান্দা থানায় নাশকতার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। ওই মামলায় ইসমাঈল হোসেন সিরাজীসহ ৭৬ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয় আরো ২৫-৩০ জনকে। 

এ ব্যাপারে নেত্রকোণা জেলার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, গ্রেপ্তার করা আসামি ইসমাঈল হোসেন সিরাজীকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh