গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৭ পিএম
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৬ পিএম
সারাদেশে বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ১ নং রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর শুরু করা হয়। পরে বুলডোজার দিয়ে আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দেয়া হচ্ছে। একই সাথে গাইবান্ধা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব রাজীবের বাড়ীও ভাংচুর করা হয়েছে।
স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা শহরের পৌর শহীদ মিনার চত্বরে এসে জমায়েত হয়। পরে সেখান থেকে বের হয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে ভাংচুর চালায়। পরে বুলডোজার দিয়ে কার্যালয়টি গুড়িয়ে দেওয়ার কার্যক্রম শুরু হয়।
এসময় বিক্ষুদ্ধ বৈষম্য বিরোধী ছাত্র জনতা বলেন, কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। ফ্যাসিবাদী পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে। এছাড়াও আমরা আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভেঙে দিবো।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বুলডোজার কর্মসূচি গাইবান্ধা আওয়ামী লীগ কার্যালয় বৈষম্যবিরোধী ছাত্র জনতা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh