ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নলডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) চাঁন্দেরহাট বিওপির সদস্যরা তাদের আটক করেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের মেইন পিলার ৩৩২/৮ এস-এর কাছ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে নলডাঙ্গা নামক স্থানে পাঁচজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় তাদের কাছে ৭৬ হাজার ৩০০ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ইনুয়া গ্রামের রবি রায় (৪৫), তার স্ত্রী কবিতা রানী রায় (৪০), ছেলে অন্তর রায় (১৭) ও অপু রায় (১৫)। এছাড়া দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চেংগন গ্রামের নিদুল বেওয়া (৫৭) নামের এক নারীও আটক হয়েছেন।
বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও)লে. কর্নেল মো. আহসান উল ইসলাম (পিএস সি) বলেন, আটককৃতদের পীরগঞ্জ থানায় হস্তান্তরের করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার (ওসি) (অফিসার ইনচার্জ) মো. তাজুল ইসলাম বলেন বলেন, বিজিবির পক্ষ থেকে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তরের করেছে। তাদেরকে আমরা ঠাকুরগাঁও জেলা কোর্টে প্রেরণ করেছি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঠাকুরগাঁও পীরগঞ্জ বাংলাদেশি আটক
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh