ঠাকুরগাঁওয়ে আ. লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

ঠাকুরগাঁও জেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে করা বিভিন্ন মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নাশকতা-সংক্রান্ত মামলাগুলোর ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন ঠাকুরগাঁও সদরের ভেলাজান গ্রামের মো. শামছুল হক (৫০)।

দেহন গ্রামের শাহাদৎ আলী (৪৭)। দানার হাট গ্রামের মো. মেহেদী হাসান (২৫)। হরিনারায়ণপুর (মাস্টারপাড়া) গ্রামের মো. আব্দুল আউয়াল (৫২)। তিনি ১১ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।

পীরগঞ্জ থানার পশ্চিম রঘুনাথপুর (মাস্টার মোড়) গ্রামের ঋত্বিক রোশন রাব্বি (২০)। সনগাঁও গ্রামের মো. সাগর আলী (২২)। রুহিয়া থানার আসাননগর গ্রামের মো. তাহেরুল ইসলাম (৪৮)। তিনি ১৪ নম্বর রাজাগাঁও ইউনিয়নের সদস্য।

কশালগাঁও গ্রামের মো. সাদেকুল ইসলাম (৪০)। তিনি ২০ নম্বর রুহিয়া পশ্চিম ইউনিয়নের সদস্য। 

রানীশংকৈল থানার কলেজপাড়া বন্দর গ্রামের মো. স্বাধীন বসাক (৩০)। দোশিয়া গ্রামের মো. লুৎফর রহমান (৪০)। বালিয়াডাঙ্গী থানার বড়বাড়ী রূপগঞ্জ গ্রামের মো. সাজিদুর রহমান (সাজিদ) (৩৬)।

বড়বাড়ী রূপগঞ্জ গ্রামের মো. জয়নুল হক (৪৩)। তিনি ৮ নম্বর বড়বাড়ী ইউনিয়নের সদস্য। মমিনটলা গ্রামের মো. শাহেদ আলী (৫৫)। তিনি ৭ নম্বর আমজানখোর ইউনিয়নের সদস্য। বোবরা গ্রামের মো. জিন্নাহ আলী (৩৬)। বড়বাড়ী (বুধু মেম্বার পাড়া) গ্রামের মো. মাহাবুব আলম ওরফে বুধু আলম (৪৫)। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বেশ কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধিও রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh