মানিকগঞ্জে আটটি ইট ভাটায় অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ইটভাটায় পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়।
আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৮টি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।
অভিযান সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে বলধারা ইউনিয়নের ৮টি ইটভাটায় ১৬ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
অভিযানে বলধারা ইউনিয়নের খোলাপাড়া এলাকায় অবস্থিত বিতর্কিত মেসার্স আলী আকবর ব্রিকস্ (AAB) এক ও দুইকে ৪ লাখ টাকা, আলী আকবর ব্রিকস-৫ কে ৩ লাখ ও আলী আকবর ব্রিকস ৬কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকার মেসার্স আউয়াল ব্রিকস এক ও দুইকে চার লাখ টাকা জরিমানা করা হয়। এসময় একই ইউনিয়নের রামকান্তপুর এলাকার সফুর ব্রিকস ও রাকমান ব্রিকসকে ২ লাখ করে জড়িমানা করা হয়।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক ড. মোহাম্মদ ইউসুফ আলী বলেন, আইন লঙ্ঘন করায় ৮টি ইটভাটা থেকে ১৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় আলী আকবর ব্রিকস-২ (AAB) নামের একটি ইটভাটায় পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় সিনিয়র কেমিস্ট এ, কে, এম, সামিউল আলম কুরসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, র্যাব-৪, জেলা পুলিশ এবং সিংগাইর ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh