রাঙ্গামাটি পৌর আ. লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৩

রাঙ্গামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ‘প্রভাবশালী’ ঠিকাদার মো. মনছুর আলীসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে জেলা শহরের বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত রিজার্ভবাজার এলাকা থেকে মনছুর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। 

এছাড়া পৃথক অভিযানে সদর উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি শাহজাহান মাঝি এবং পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাাদক মাওলা মিয়াকেও গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন। 

ওসি সাহেদ উদ্দিন জানিয়েছেন, অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে রাঙ্গামাটি জেলা শহরের বিভিন্ন জায়গা থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে গাজীপুরসহ দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে যৌথবাহিনী। অভিযানের অংশ হিসেবে রবিবার সন্ধ্যা পর্যন্ত রাঙ্গামাটি জেলার আওয়ামী লীগ ও শ্রমিকলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ডাকা দিয়েছে রাঙ্গামাটি জেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রভাবশালী নেতারা। বেশির ভাগই পার্বত্য জেলা রাঙ্গামাটি ছেড়ে চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন শহরে অবস্থান করছে। গত আগস্টের পর বিগত ছয় মাস ধরে আত্মগোপনে রয়েছে দলটির অধিকাংশ নেতাকর্মী।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh