ঝিনাইদহ জেলার ৪টি সংসদীয় আসনে সম্ভাব্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী। জেলা আমির আলী আজম মো. আবুবকর এ খবর নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, কেন্দ্রীয় কমিটি ঝিনাইদহ জেলার যে ৪টি আসন রয়েছে, তাদের সম্ভাব্য প্রার্থিতা ঘোষণা করেছে।
সম্ভাব্য প্রার্থীরা হলেন- ঝিনাইদহ-১ (শৈলকূপা নিয়ে গঠিত) আসনে শৈলকূপা উপজেলা জামায়াতের আমির এএসএম মতিয়ার রহমান, ঝিনাইদহ-২ (সদর-হরিনাকুণ্ডু উপজেলা নিয়ে গঠিত) আসনে জেলা আমির আলী আজম মো. আবুবকর, ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর নিয়ে গঠিত) আসনে কোটচাঁদপুর উপজেলার সাবেক আমির মতিউর রহমান ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক নিয়ে গঠিত) আসনে কালীগঞ্জ উপজেলা আমির আবু তালেব।
জেলা আমির আলী আজম মো. আবুবকর বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে পর্যালোচনার পরে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এখানে নিজেদের কোন চাওয়া-পাওয়া বা না পাওয়ার কোন বিষয় নেই ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঝিনাইদহ জেলা ৪টি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh