গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৫০) ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তবে পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের দেওয়ান তলা রেলওয়ে সেতু এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ ভোরে লালমনিরহাট-ঢাকা রেললাইনের দেওয়ান তলা রেলওয়ে সেতুর (৫০এ) পাশে স্থানীয় লোকজন অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে রাত ১টার দিকে ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অথবা রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে বোনারপাড়া রেলওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় চেনা যাচ্ছে না। পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে, এজন্য উন্নত প্রযুক্তির সহায়তায় নেওয়া হচ্ছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh