নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাহাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেভ দ্যা চিলড্রেন’-এর প্রকল্প পরিচালক উৎপল রায় (৬২) খুন হয়েছেন। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে টানবাজার সাহাপাড়া এলাকায় ওই ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা সাহাপাড়ায় শংকর সাহার মালিকানাধীন ৭ তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে তাকে গলাকেটে হত্যা করে। উৎপল রায়ের ২ ছেলের একজন দেশের বাইরে ও আরেকজন পেশায় চিকিৎসক।
পুলিশ জানায়, বন্দর এলাকার একজন কাজের মহিলা এখানে কাজ করেন। সন্ধ্যা ৬টা হতে ৭টার মধ্যে ওই মহিলা বাসায় ঢুকে। পরে রাত সাড়ে ৮টা হতে ৯টার মধ্যে বের হয়। রাত সাড়ে ৯টায় ছেলে ডা. উজ্জ্বল রায় বাসায় এসে দেখে ভেতর থেকে লক করা। পরে লক ভেঙে ভেতরে ঢুকে দেখে তার বাবার রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে আছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, কারা কেন হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নারায়ণগঞ্জ খুন টানবাজার প্রকল্প পরিচালক
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh