ঝিনাইদহ সীমান্তে ভারতীয় নাগরিক আটক, মাদক জব্দ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক ভারতীয় নাগরিকসহ মাদক জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (৪ মার্চ) বিভিন্ন সময়ে মাটিলা, শ্রীনাথপুর ও পলিয়ানপুর থেকে ভারতীয় মদসহ ওই নাগরিককে আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিক জানান, মাটিলা বিওপির সীমান্ত পিলার-৫২/২২-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে মাটিলা গ্রামের বাঁশ বাগানে অভিযান চালালে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের মূল্য ৭০ হাজার পাঁচশত টাকা।

তিনি বলেন, “শ্রীনাথপুর বিওপির সীমান্ত পিলার-৬১/৮-আর থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের রফিকুলের আমবাগানের সামনে রাস্তার উপর থেকে ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।”

আরেকটি অভিযানে পলিয়ানপুর এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh