ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৫:৩৭ পিএম
আপডেট: ০৫ মার্চ ২০২৫, ০৫:৩৮ পিএম
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে আটক আসামিকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার দুপুরে জেলা শহরের মন্দিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দের নেতৃত্বে একটি দল পৌরসভার মন্দিরপাড়ায় তোঁতা মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী পিও ইসলামকে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
তবে কিছুক্ষণ পরেই স্থানীয় আরিফ, রাজা, বিজয়সহ অজ্ঞাত ব্যক্তিরা পুলিশের কাছ থেকে পিও ইসলামকে ছিনিয়ে নেয়।
অভিযানের সময় একই বাড়িতে মাদক সেবনরত অবস্থায় মো. ইমরান আলীকে আটক করা হয়। পরে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম তাকে ১০০ টাকা জরিমানাসহ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ফরহাদ আকন্দ বলেন, সরকারি কাজে বাধা দেওয়া এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শহিদুর রহমান বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঠাকুরগাঁও মাদকবিরোধী অভিযান মন্দিরপাড়া
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh