আওয়ামী লীগ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাড়িতে পুলিশ ক্যাম্পের ব্যানার লাগিয়েছিল প্রশাসন। পরে সেই ব্যানার খুলেও নিয়েছে।
পুলিশের দাবি উত্তেজিত জনতার মব থেকে ভবনটি বাঁচাতে এ কৌশল গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ছবি ছড়িয়ে পড়ে। যা নিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।
ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রাতের আঁধারে দুই যুবক সিংড়া পৌরশহরের গোড়াউনপাড়ায় অবস্থিত জুনাইদ আহমেদ পলকের তিনতলা বাড়ির দ্বিতীয়তলায় দুই বারান্দার গ্রিলের সঙ্গে একটি ব্যানার বাঁধছেন। ব্যানারটিতে লেখা ছিল ‘অস্থায়ী পুলিশ ক্যাম্প, সিংড়া থানা, নাটোর।’
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, “ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ভাঙচুর করার পরে আমাদের কাছে তথ্য এসেছে পলকের বাড়ি বাড়ি ভাঙা হতে পারে। ব্যানার দিয়েছি যাতে বাড়িটি রক্ষা পায়।”
পরে ব্যানারটি খুলে ফেলার কারণ জানতে চাইলে ওসি বলেন, “শুধু জানান দিলাম, আমরা আছি এখানে।”
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে ওই দিন বিকেলেই সিংড়ার গোডাউনপাড়াস্থ পলকের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নাটোর অস্থায়ী পুলিশ ক্যাম্প সিংড়া উপজেলা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh