নড়াইল সদরে বিএনপির অফিসে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে দলটির তিন নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে এই হামলা হয়।
আহতরা হলেন- সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবু মোল্যা, ইউনিয়ন বিএনপির সদস্য সৈয়দ ওয়াজেদ আলী টিটো ও নিউটন গাজী। তাদের মধ্যে দুইজনকে নড়াইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রাতে সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে দলটির কয়েকজন নেতাকর্মী বসেছিলেন। এ সময় বাইকে এসে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে তিনটি বোমা ছুড়ে পালিয়ে যায়।
নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম পলাশ বলেন, “কে বা কারা কী কারণে এ হামলা চালিয়েছে তা জানা যায়নি।”
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুর রহমান বলেন, “রাত ১০টার দিকে আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিকভাবে বোমা হামলায় আহত বলে মনে হয়েছে।”
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, “হামলায় কে বা কারা জড়িত তদন্ত করে তাদের আটক করা হবে।”
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh