পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এই সংঘর্ষ হয়।
আহতরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. ইমরান শেখ, শাহনেওয়াজ অভি ও মো. মুঈন উদ্দিন। জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি ও তার ভাই সানজিদ।
এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুঈন উদ্দিন বলেন, “আমরা তারাবির নামাজ শেষে বাসস্টান্ডে চা খেতে আসি। এ সময় সানি এসে অভিকে বাজে কথা বলে। বাগবিতণ্ডার একপর্যায়ে আমাদের ওপর হামলা করে।”
আহত জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি সানি জানান, হামলাকারীরা প্রথমে তাকে লক্ষ্য করে আক্রমণ করে। তখন তিনি আত্মরক্ষার চেষ্টা করেন। এ সময় তার ভাই সানজিদকেও মারধর করা হয়।
এ বিষয়ে শাহনেওয়াজ অভি বলেন, “মুসাব্বির মোহম্মদ সানি জুলাই বিপ্লবের সময় একদিনও আন্দোলন করে নাই। পিরোজপুরের সবচেয়ে বড় সন্ত্রাস রেজাউল করিমের সাথে মিশে আমাদের সব তথ্য পাচার করছে। যার সমস্ত তথ্য আমরা পেয়েছি। এলাকায় চাঁদাবাজি করলে আমরা তাকে বাধা দেই। এতে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থাকতে না পেরে ঢাকায় গিয়ে জাতীয় নাগরিক কমিটিতে যোগ দেন।”
পিরোজপুর সদর থানার ওসি মোহাম্মদ আব্দুস সোবাহান বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই তাদের মধ্যে বিরোধ ছিল। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh