-67cc268c1b5c1.jpg)
মাগুরা সদর থানা।
মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তিনদিন পর শনিবার সদর থানায় চারজনের নামে মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছেন শিশুটির মা।
মামলায় আসামি করা হয়েছে শিশুটির বোনের স্বামী, বোনের দেবর (৪০), বোনের শ্বশুর ও শাশুড়িকে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত ও সব ধরনের আইনি প্রক্রিয়া চলমান আছে। মৌখিক অভিযোগের ভিত্তিতে মামলার আসামিদের আগেই গ্রেপ্তার করা হয়েছে। পরে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে তাদের এজাহারভুক্ত করা হয়েছে।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাত থেকে লাইভ সাপোর্টে রয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।
বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ।
শিশুটির পরিবার জানিয়েছে, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে।