সিংড়ায় পা দিয়ে পিষে লাচ্ছা সেমাই, জরিমানা ১ লাখ

নাটোরের সিংড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পা দিয়ে পিষে মানহীন লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রি করার অপরাধে জাহিদুল ইসলাম (৫০) নামে এক উৎপাদনকারীকে ১ লাখ টাকা জরিমানা এবং ৪ টন সেমাই জব্দ করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৪টার দিকে পৌর শহরের চকসিংড়া মহল্লায় অভিযান চালিয়ে কারখানার মালিক জাহেদুল ইসলামকে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) দেলোয়ার হোসেনসহ সিংড়া থানা পুলিশের সদস্যরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার বলেন, বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারার লঙ্ঘন করায় এক উৎপাদনকারীকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং ৪ হাজার কেজি সেমাই জব্দ হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh