নারায়ণগঞ্জের চনপাড়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত হয়েছে। সংঘর্ষে অনন্ত আরও ১০ জন আহত হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের হয়।
স্থানীয়রা জানিয়েছে, আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে বিএনপির কয়েকজন নেতা মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিচ্ছেন এবং চনপাড়ায় আধিপত্য বিস্তার করছেন। এ নিয়ে বিএনপির লোকজনের মধ্যেও কয়েকটি ভাগ তৈরি হয়েছে।
সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, “আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের নেতাকর্মীরা প্রথমে সংঘর্ষে জড়ান। এতে গুলিবিদ্ধ একজন মারা গেছেন।”
খবর পেয়ে র্যাব ও পুলিশ চনপাড়ায় যৌথ অভিযান চালিয়ে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নারায়ণগঞ্জ নিহত বিএনপি
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh