সেলিম হোসেন চাঁদাবাজির ভিডিও ধারণের চেষ্টা করেন। এ সময় চাঁদাবাজরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে।
ঢাকার সাভারের দৈনিক সংবাদ বাংলাদেশ পত্রিকার সাংবাদিক সেলিম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, জামগড়া এলাকার জহিরুল ইসলাম জুরু ভূইয়া, খোকা ভূইয়া, রাকিব মোল্লা, মৃদুল, আলমগীরের ছেলে রিংকু, সাব্বির, রিপন, মিলনসহ অজ্ঞাত আরও ১৫ থেক ২০ জন।
অভিযোগে বলা হয়, সংবাদকর্মী সেলিম হোসেন, কালের পরিবর্তন পত্রিকার সুজন আহাম্মেদ ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার শরিফুজ্জামান ফাহিম জামগড়া এলাকায় যানজটের তথ্য সংগ্রহ করতে যান। তথ্য সংগ্রহ শেষে শরিফুজ্জামান ফাহিম ও সুজন আহাম্মেদ চলে গেলে রাত ৮ টার দিকে সেলিম হোসেন চাঁদাবাজির ভিডিও ধারণের চেষ্টা করেন। এ সময় চাঁদাবাজরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। তার কাছে থাকা একটি মোবাইল ফোন, নগদ টাকা ও আইডি কার্ড ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া ভুক্তভোগী একটি অভিযোগ করেছেন। একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh