বন্ধ কারখানাগুলো হলো-স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং ও স্বাধীন প্রিন্টিং।
গাজীপুর শহরের কোনাবাড়ী জরুন এলাকায় আলিফ গ্রুপের তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণায় মূল ফটকের সামনেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছে কারখানা শ্রমিকরা।
বন্ধ কারখানাগুলো হলো-স্বাধীন গার্মেন্টস,
স্বাধীন ডাইং ও স্বাধীন প্রিন্টিং।
বৃহস্পতিবার সকালে শ্রমিকরা এই তিনটি কারখানার
গেটে এসে কারখানা কর্তৃপক্ষের অনির্দিষ্ঠকালের বন্ধের বিজ্ঞপ্তি দেখতে পেয়ে সেখানেই
বসে বিক্ষোভ শুরু করে।
হেড অফিসের কর্তৃপক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে
বলা হয়, স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং এবং স্বাধীন প্রিন্টিং (প্রা.) লিমিটেডে
কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ
শ্রম আইন ২০০৬ এর ১৩/১ ধারা অনুযায়ী আগামী ২০ মার্চ (বৃহস্পতিবার) থেকে কারখানার সকল
কার্যক্রম ‘No Work, No Pay’- পলিসির অধীনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৭ মার্চ থেকে
১৯ মার্চ পর্যন্ত কারখানার সব শ্রমিক সংঘবদ্ধ হয়ে ধর্মঘট করে কাজ বন্ধ রাখে। যার ফলে
কারখানা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এ কারণে কারখানার উৎপাদন কার্যক্রম ঠিকভাবে
চালানো সম্ভব না হওয়ায় স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং এবং স্বাধীন প্রিন্টিং (প্রা.)
লিমিটেডের কর্তৃপক্ষ বাধ্য হয়ে সকল কার্যক্রম অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ ঘোষণা করছে।
শ্রমিকরা জানান, কয়েকদিন ধরেই বাৎসরিক ছুটির
টাকা, ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু কর্তৃপক্ষ
কোন সমাধান না দিয়ে কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে।
“সামনে ঈদ অন্য কারখানার শ্রমিকরা যখন কেনাকাটা
নিয়ে ব্যস্ত, তখন আমরা টাকার জন্য সবার দ্বারে দ্বারে ঘুরছি।”
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি
মো. নজরুল ইসলাম বলেন, “শ্রমিকরা বেশ কিছুদিন ধরেই তাদের পাওনার জন্য দাবি জানিয়ে আসছে।
কিন্তু কর্তৃপক্ষ কোন সমাধান না করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিয়েছে।
এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কারখানার মূল ফটক ও ভেতরে অবস্থান নিয়েছে।”
এদিকে, ঘটনাস্থলে কারখানা কর্তৃপক্ষের কেউ
উপস্থিত না থাকায় কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন দেশকাল নিউজ ডটকমের
গাজীপুর প্রতিনিধি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh