জামালপুরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল শিক্ষিকার

জামালপুরের বকশীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় ফৌজিয়া আফরিন নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে পৌরসভার তিনানী পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বকশিগঞ্জ হাইওয়ে থানার ওসি ইশতিয়াক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষিকা বগারচর ইউনিয়নের জাকিরুল ইসলামের স্ত্রী ও রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের বাংলা শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

ফৌজিয়ার স্বজনেরা জানায়, সকালে বাড়ি থেকে একটি অটোরিকশায় বকশীগঞ্জ শহরে যাচ্ছিলেন ফৌজিয়া। তিনানী পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ফৌজিয়া। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি ইশতিয়াক আহমেদ বলেন, পরিবারের দাবির কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh