চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সকল রুটের দূরপাল্লার বাস চলাচলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা কোচ মাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।
মঙ্গলবার দুপুর ১টা থেকে ঢাকাসহ দুরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
চাঁদাবাজির প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করে সংগঠনটির সভাপতি রেজাউল করিম বলেন, যতক্ষণ সড়কে চাঁদাবাজি বন্ধ না হবে ততক্ষণ বাসের চাকা চলবে না।
সংশ্লিষ্টরা জানান, জেলার হরিপুরে সকল রুটের দূরপাল্লার বাস থামিয়ে সার্ভিস চার্জের নামে চাঁদা আদায় করে বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের লোকজন। চাঁদা দিতে না চাইলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার রাতে একতা পরিবহনের সুপারভাইজার রাজিব ইসলামকে মারধর করে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। ঘটনায় আট জনের নামে থানায় অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম শহিদ বলেন, আমরা জোরপূর্বক চাঁদা দাবি করিনা। ৩০ টাকা করে সার্ভিস চার্জ তুলি। এসব টাকা দিয়ে সংগঠনের শ্রমিকদের কল্যাণে কাজ করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : চাঁপাইনবাবগঞ্জ অনির্দিষ্টকালের ধর্মঘট
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh