পঞ্চগড়ে বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে জেলা শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কার্যালয়ের ডেপুটি কালেক্টর আমিনুল হক তারেক।
এ সময় বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে বুড়িমারী এক্সপ্রেস, হানিফ পরিবহন, শ্যামলী এন্টারপ্রাইজ এবং মামুন এন্টারপ্রাইজকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এ বছর প্রশাসনের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সড়কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মোটরসাইকেলের বেপরোয়া গতি, অপ্রাপ্তবয়স্ক চালকদের গাড়ি চালনা ও মহাসড়কে গ্রামীণ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন যানবাহনের ফিটনেস, রেজিস্ট্রেশন ও চালকদের লাইসেন্স পরীক্ষা করা হয়।
অভিযানে বিআরটিএ, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিআরটিএর মোটরযান পরিদর্শক হিমাদ্রী ঘটক জানান, ঈদ উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক জানান, ঈদযাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পঞ্চগড় ভ্রাম্যমাণ আদালত
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh